অভিনেতা সিদ্দিককে নিয়ে নির্মাতা জীবনের বিস্ফোরক মন্তব্য

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ , ০৬:০০ পিএম


অভিনেতা সিদ্দিককে নিয়ে নির্মাতা জীবনের বিস্ফোরক মন্তব্য
ছবি: কোলাজ

টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রাহমান। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল ৪টার পরে রাজধানী ঢাকার কাকরাইল এলাকায় তাকে মারধর করে থানায় সোপর্দ করা হয়েছে। এ সময় সিদ্দিকের পরনের কাপড় ছিঁড়ে ফেলা হয়। 

বিজ্ঞাপন

এ নিয়ে এবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন। বৃহস্পতিবার (১ মে) ফেসবুকে আইডিতে স্ট্যাটাস দেন তিনি।

শরাফ আহমেদ জীবন ফেসবুকে লিখেন, সব পরিবর্তন ভালো না! কিছু কিছু পরিবর্তন মানুষকে ধ্বংস করে দেয়। ধরেন, যদি সিদ্দিকের কথাই বলি, অভিনেতা সিদ্দিকুর রহমান। আমার সঙ্গে অভিনেতা হওয়ার আগে থেকেই পরিচয় ছিল। আমার ডিরেকশনে কাজও হলো বেশ কটা। তার মধ্যে ‘চৌধুরী সাহেবের ফ্রি অফার’ অন্যতম। ওই সময় বেশ জনপ্রিয় হয়েছিল।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সিদ্দিক এক সময়, কমেডি আর এক ধরনের ভাড়ামির মিশেলে বেশ জনপ্রিয়তাও অর্জন করেছিল। তার এই জনপ্রিয়তাই এক সময় কাল হয়ে দাঁড়ালো। সে আরও লোভী হয়ে উঠল। তার অনেক টাকা, পাওয়ার লাগবে। সে রাজনিতীর মতো সহজ পেশায় নিজেকে নিয়োগ করল। এর পরের ঘটনা আমাদের সবারই মোটামুটি জানা।

অভিনেতা বলেন, দিন কয়েক আগে সিদ্দিককে গণধোলাই দিয়ে থানা হাজতে দিয়েছে একদল মানুষ/ উত্তেজিত জনতা/ তাদের নাম মুখে নিব না! ভিডিও ছড়িয়ে পড়ল স্যোশাল মিডিয়ায়। সিদ্দিক মার খাচ্ছে। ও মাগো বলে, চিৎকার করছে। তার মুখে রক্তের দাগ, গায়ে কোনো জামা- কাপড় নেই।

জীবন বলেন, আহা সিদ্দিক! এই সিদ্দিক তো আমার চেনা জানা সিদ্দিক না, এই সিদ্দিক তো অভিনেতা সিদ্দিক না! এই সিদ্দিক তো তার অভিনয় দিয়ে লাখ মানুষের মন ভালো করে দেওয়া সেই সিদ্দিক না! তাহলে এই সিদ্দিক কোন সিদ্দিক!!!

বিজ্ঞাপন

সিদ্দিকের একটা ছেলে আছে স্ট্যাটাসে উল্লেখ করে অভিনেতা আরও বলেন, আমার ছেলে ঋদ্ধের বয়সি। ওকি বাবার এই মার খাওয়ার দৃশ্য দেখেছে!? যদি দেখে থাকে তাহলে কেমন লাগছে!!!

বিজ্ঞাপন

এই নির্মাতা বলেন, আমি সিদ্দিককে শুধু শিল্পী হিসেবে বিবেচনা করছি। আমিও একজন শিল্পী। শিল্পী হিসেবে আমার মন খারাপ লাগছে। সিদ্দিক, সব পরিবর্তন ভালো না! শিল্পীদের রাজনৈতিক ফিলসোফি থাকা দরকার আছে। তবে এই রকম ফিলসোফি না। শিল্পীদের জন্য তো আরও না!!!

প্রসঙ্গত, মারধরের পর থানায় সোপর্দ করা ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানকে জুলাই আন্দোলনের সময় রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদার হত্যাচেষ্টা মামলায় ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে তাকে আদালতে আনা হয়। এ সময় তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় রাখা হয়। রিমান্ড শুনানির জন্য দুপুর ২টা ৫৫ মিনিটে এজলাসে তোলা হয় তাক।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম তার ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে রিমান্ডের পক্ষে শুনানি করা হয়। আসামি পক্ষের আইনজীবীরা তার রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যাহ তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission